চাঁচল

চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বার মৃত্যুকে ঘিরে উত্তেজনা

 

চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল মালদা জেলার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। একদিকে চিকিৎসকের অনুপস্থিতি, অপরদিকে নার্সের দুর্ব্যবহারের অভিযোগ তুলে হাসপাতালের ভিতরে বিক্ষোভে সরব হন রোগীর পরিবার।

    সোমবার ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতের নাম তুলসী রানী দাস (২৫)। বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা ডোলা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে ওই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। কিন্তু তারপর থেকে তার কোনও রকম কোনও চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ। একাধিকবার ডাক্তারকে ডাকার পরেও ডাক্তার আসেনি বলেও অভিযোগ উঠেছে। হাসপাতালের নার্সকে সমস্যার কথা জানালে হাসপাতালে নার্স সেটিকে গুরুত্ব দেননি বরং এড়িয়ে যান ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।